

সোমবার ● ৬ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » মিডিয়া » আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভায় দায়িত্ব হস্তান্তর ও কার্যনির্বাহী কমিটি ঘোষনা
আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভায় দায়িত্ব হস্তান্তর ও কার্যনির্বাহী কমিটি ঘোষনা
আশাশুনি : আশাশুনি প্রেসক্লাবের নির্বাচন পরবর্তী সাধারণ সভায় নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব হলরুমে সাধারণ সভার প্রথম অধিবেশন বিদায়ী সভাপতি এস,এম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, নবনির্বাচিত সভাপতি জি,এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, আলী নেওয়াজ, সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, শাহাজান হাবিব, শরিফুল ইসলাম মুকুল শিকারী, ফায়জুল কবির, জগদীশ চন্দ্র সানা, শেখ বাদশা, এম,এম নুর আলম, জাকির হোসেন, হাবিবুল্লাহ বিলালী, শেখ আরাফাত হোসেন, আবুল হোসেন প্রমূখ। সভায় বিগত দু’বছরের আয় ও ব্যয়ের হিসাব, সকল কাগজপত্রাদি সহ ক্লাবের সম্পদ হস্তান্তর করা হয়।
দুপুরে দ্বিতীয় অধিবেশন নবনির্বাচিত সভাপতি জিএম আল ফারুকের সভাপতিত্বে ও পরিচারনায় প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন। কমিটির সদস্যরা হলেন, নবনির্বাচিত সভাপতি জিএম আল ফারুক, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, সহ সভাপতি আলী নেওয়াজ ও সচ্চিদানন্দদে সদয়, পুন:নির্সাবাচিত সাধারণ সম্পাদক এসকে হাসান, যুগ্ম- সম্পাদক সোহরাব হোসেন, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, কার্যনির্বাহী সদস্য জিএম মুজিবুর রহমান, এস এম আহসান হাবিব ও সমীর রায়।