শুক্রবার ● ১৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
আশাশুনিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
আশাশুনি : আশাশুনিতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস’২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পরিদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নূরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রধান সহকারি তুষার কান্তি রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিক, ইউএনও অফিসের নাজির ইমরান হোসাইন, আশাশুনি বাজার ব্যবসায়ী আব্দুল মান্নান সরদার, কামরুল ইসলাম, স্বপন কুমারসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ। সভায় ভোক্তা অধিকার কি, আইনের উদ্দেশ্য, আইন বাস্তবায়নের দায়িত্ব, ভোক্তা অধিকার বিরোধী কার্য, অপরাধ ও দণ্ডনীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে বিস্তারিত আলোচনা সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।