

মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২০
প্রথম পাতা » বিবিধ » বঙ্গবন্ধুর আদর্শকে মুছে দিতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়: মোংলায় আ.লীগ নেতৃবৃন্দ
বঙ্গবন্ধুর আদর্শকে মুছে দিতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়: মোংলায় আ.লীগ নেতৃবৃন্দ
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
“১৯৭১ সালে যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, যারা বাংলাদেশের পতাকাকে মেনে নিতে পারেনি, যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি তারাই ষড়যন্ত্র করে বুলেটের আঘাদে জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করেছে। বঙ্গবন্ধুর আদর্শকে বাংলাদেশ থেকে চিরতরে মুছে দিতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।”
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতার স্মরণে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক উৎপল মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু প্রমূখ।
নেতৃবৃন্দ আরো বলেন, দীর্ঘ ৫ বছর মোংলা পৌরসভায় নির্বাচন হয়না। বর্তমান পৌর মেয়র জুলফিকার আলী বিভিন্ন সময়ে মামলা মোকাদ্দমা দিয়ে নির্বাচন বাঁধাগ্রস্থ করেছেন। এখন গ্রেজেট হয়ে গেছে। যেকোন সময় পৌরসভার নির্বাচন হবে। সুতরাং আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও মাননীয় সাংসদ বেগম হাবিবুন নাহার যেভাবে আমাদের নির্দেশনা দেবেন সেভাবেই পৌর নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামীলীগের মনোনিত প্রার্থীরা।
সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, পৌর যুবলীগের সভাপতি এসএম কবির, সাধারন সম্পাদক শেখ আল মামুন, শ্রমিক লীগ নেতা নুর উদ্দিন আল মাসুদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার, ছাত্রলীগ নেতা কাজী মোয়াজ্জেম হোসেন রানা, শাহরুখ বাপ্পী, রাজুল ইসলাম সানি, পারভেজ খান, মাসুম বিল্লাহ সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।