মঙ্গলবার ● ৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » সাহিত্য » আমার ছোট্ট খোকা
আমার ছোট্ট খোকা

আমার ছোট্ট খোকা
মাধুরী রানী সাধু
পাঁচ বছর অতিক্রম করল
আমার ছোট্ট খোকা,
বছর গুলো পার করছে সে
তবুও থাকছে বোঁকা।
বয়সটা তার বাড়ছে শুধুই
বাড়ছে না বয়স মনটার,
সবার সাথেই করে দুষ্টামি
করতে থাকে আবদার।
বায়না গুলোর সীমার বাইরে
করে শুধু জ্বালাতন,
পূরণ না করা পর্যন্ত
কান্না করে সর্বক্ষণ।
সবার আদরের ছোট্ট খোকা
জানিনা বুঝবে কবে,
দুষ্টামি গুলো বাদ দিয়ে
কবে অনেক বড় হবে।
বছরগুলো যাচ্ছে চলে
ভাবছি বুঝবে এবার,
সময়ের কাজ সময়ে করছে
তবুও সে ছোট্ট সবার।






আবদুল্লাহ ; কাজী ইমদাদুল হক
নড়াইলে সাহিত্য আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর
সপ্তদ্বীপার পাক্ষিক সাহিত্য আসর 