রবিবার ● ১৪ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ ডিসেম্বর রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, বিএনপি নেতা আবুল হোসেন, জামায়াত নেতা প্রভাষক আব্দুল মমিন সানা,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ওহাব, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের নয়ন, উপজেলা এনসিপির সদস্য সচিব মোঃ মেসবাহ আহমেদ, শিক্ষার্থী এসএম শাজিদুর রহমান ও অহনা।
এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, উপজেলা প্রাথমিক প্রশিক্ষণ কর্মকর্তা ঈমান উদ্দিন, উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, উপজেলা সিএ আব্দুল বারী ও কৃষ্ণপদ মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠান শুরুর আগে এক মিনিট নীরবতা পালন এবং শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ দিন সকালে কপিলমুনির বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।






মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পাইকগাছার নতুন বাজারের দক্ষিণ প্রান্তের বাক যেভাবে সরলীকরণ করা হচ্ছে তাতে নতুন বাক তৈরি হবে; বাড়বে দূর্ঘটনা
পাইকগাছার গফুর গাজীকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা কামনা
মাগুরায় অসহায় হতদরিদ্র নারীদের মাঝে কম্বল বিতরণ
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
নড়াইল হানাদার মুক্ত দিবস আজ
পাইকগাছা থানায় নবাগত ওসি হিসেবে মোঃ গোলাম কিবরিয়ার যোগদান
খুলনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 