শনিবার ● ১২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা-কপিলমুনি ইজিবাইক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা-কপিলমুনি ইজিবাইক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : - পাইকগাছা-কপিলমুনি ইজিবাইক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মোঃ নজরুল ইসলাম (নজু), সাধারণ সম্পাদক জি এম মোরশেদ আলম নির্বাচিত হয়েছে। এ নির্বাচনে সহ-সভাপতি পদে মোঃ মনিরুল ইসলাম মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোষাধ্যক্ষ পদে জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মুছা সরদার বিনা প্রতিদ্বন্দ্বীতায়, লাইন সম্পাদক পদে সাদ্দাম হোসেন বিনা প্রতিদ্বন্দ্বীতায়, সদস্য পদে মোঃ আব্দুল হালিম, মোঃ রবিউল ইসলাম, মোঃ আব্দুল্লাহ গাজী রাজু নির্বাচিত হয়। নির্বাচনে ২১২জন ভোটারের মধ্যে২০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ভোলানাথ সুখদা সুন্দরী ম্যাধমিক বিদ্যালয়ে বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া, পাইকগাছা পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, ইউপি সদস্য শেখ হারুন অর রশীদ হিরু।