রবিবার ● ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » অপরাধ » খুলনায় বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
খুলনায় বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
এস ডব্লিউ; খুলনা মহানগরীর শিরোমনি লিন্ডা ক্লিনিকের সামনে অভিযান চালিয়ে রবিউল সরদার নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিনে ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এঘটনায় রবিবার ৬ মার্চ খানজাহান আলী থানায় মামলা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে র্যাব-৬। গ্রেফতারকৃত রবিউল সরদার (৩৯), ফুলতলা দামোদর এলাকার মোঃ ছাত্তার সরদারের ছেলে।