

সোমবার ● ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » নারী ও শিশু » কয়রায় দক্ষতা উন্নয়নমূলক মাস ব্যপী সেলাই প্রশিক্ষণ
কয়রায় দক্ষতা উন্নয়নমূলক মাস ব্যপী সেলাই প্রশিক্ষণ
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ
কয়রায় নওয়াবেঁকি গনমুখী ফাউণ্ডেশন (এনজিএফ) এর পিপিইপিপি প্রকল্পের উদ্যােগে পল্লী কর্ম সহায়ক ফাউণ্ডেশনের সহযােগীতায় ও ইউরােপীয়ান ইউনিয়নের অর্থায়নে কয়রা সদর ইউনিয়নের ২৫ জন নারী সদস্যদেরকে অকৃষিজ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি সদস্যদরকে ১ টি করে সেলাই মেশিন বিনামূল্যে প্রদান করা হয়েছে। এ ছাড়া সেলাই মেশিনের উপকরণ সহ শিক্ষা বিষয়ক ছিট কাপড় দেওয়া হয়েছে। কয়রা মদিনাবাদ দাখিল মাদ্রাসার হলরুমে ৬ ফেব্রুয়ারী এই প্রশিক্ষণ শুরু করা হয়েছে। চলবে ১৩ মার্চ পর্যন্ত। প্রশিক্ষণের দায়িত্ব পালন করছেন কয়রা বাজারের ভিআইপি টেইলার্সের সত্বাধিকারী মােঃ ইব্রাহিম হােসেন ও নারী উদ্যােক্তা ফরিদা পারভীন। এতে সার্বিক সহযােগীতা করছেন নওয়াবেঁকি গনমুখী ফাউণ্ডেশনের ম্যানেজার মােঃ হাফিজুল ইসলাম, সহকারী কারিগরী কর্মকর্তা সুমঙ্গল কুণ্ডু ও সুব্রত রায় চৌধুরী।