সোমবার ● ৭ মার্চ ২০২২
প্রথম পাতা » বিবিধ » মোংলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
মোংলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
মোংলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে সোমবার (৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর, মুক্তিযোদ্ধা ভবন চত্বর ও পৌর শিশু পার্ক প্রাঙ্গণে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মোংলা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ড, মোংলা পোর্ট পৌরসভা, আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, ক্রীড়া সংস্থা, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ মোংলার সর্বস্তরের মানুষ।
পরে উপজেলা, পৌর আওয়ামিলীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আওয়ামীলীগের দলীয় কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ, মুক্তিযোদ্ধা ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও গুরুত্ব বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে উজ্জিবিত হয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সারা বিশ্বের অনবদ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ। আমরা নতুন প্রজন্মের মানুষ যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার ভাষণ শুনে বড় হয়েছি। তিনি আর কেউ নন, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন প্রজন্ম এখন বঙ্গবন্ধু ও দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারছে।
পৌর আ’লীগ কার্যালয় উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে
আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানসহ আরো অনেকে এবং মুক্তিযোদ্ধা ভবনে উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলামসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।