শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

SW News24
শনিবার ● ৮ জুন ২০২৪
প্রথম পাতা » নারী ও শিশু » কিশোরীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই …প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা
প্রথম পাতা » নারী ও শিশু » কিশোরীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই …প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা
৭২ বার পঠিত
শনিবার ● ৮ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিশোরীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই …প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

---

 

খুলনায় কিশোরীদের আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১৬ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার বিকালে সানফ্লাওয়ার কিন্ডার গার্ডেন প্রাঙ্গণে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিকদের সামাজিক সংগঠন জনউদ্যোগ খুলনা জেলা কমিটির আয়োজনে ১৬ দিনব্যাপী এই কারাতে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ২০জন কিশোরী অংশগ্রহণ করেছে।

খুলনা জনউদ্যোগের আহ্বায়ক মানস রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন জয় বৈদ্য। অন্যানদের মধ্যে বক্তৃতা করেন বীরমুক্তিযোদ্ধা এ্যাড: আ ফ ম মহসীন, দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী এ্যাড: মোমিনুল ইসলাম, সংগঠনের যুগ্ম আহবায়ক সৈয়দ লুৎফুল হক মিঠু, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, দৈনিক জন্মভূমির ইয়াসীন আরাফাত রুমী, জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন, সাগর পোদ্দার,কিশোর দাস,মো: তরিকুল ইসলাম বাবু, সাগর সরকার প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের আত্মরক্ষার্থে কারাতে প্রশিক্ষণের বিকল্প নেই। আজকের কিশোরীরা আগামী দিনের ভবিষ্যৎ। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বেড়েছে এবং নিজেদের আত্মরক্ষার পথও সুগম হয়েছে। মেয়েদের চলার পথে প্রতিবন্ধকতা দূর করতে সহায়তা করবে এই প্রশিক্ষণ। ভবিষ্যতে জনউদ্যোগের এরকম আয়োজন আরও ব্যাপক আকারে করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। কারাতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত কারাতে প্রশিক্ষক সানজিদা আলী মমি ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)