শনিবার ● ১৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে আড়াই হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে আড়াই হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছার পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে আড়াই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার দুপুরে পাইকগাছা পৌরসদরস্থ ফল বাজারে মূল্য বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ পণ্য, মূল্য তালিকা টানানো সহ বিভিন্ন বিষয়ে বাজার মনিটরিং এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় শিববাটী ব্রীজে টোল আাদায় মুল্য তালিকা না থাকায় দু-হাজার ও তরমুজ বিক্রয়তে অনিয়ম করায় ব্যবসায়ি লুৎফর রহমানকে ৫’শ টাকা জরিমানা করা হয়। একই সাথে বাজারে সকল ব্যবসা প্রতিষ্ঠানে সকল দ্রব্যের মুল্য তালিকা টানানোর নির্দেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।