শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

SW News24
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের গলায় জুতার মালা ; ৬ জুলাই দেশব্যাপী প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ বাম গণতান্ত্রিক জোটের
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের গলায় জুতার মালা ; ৬ জুলাই দেশব্যাপী প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ বাম গণতান্ত্রিক জোটের
২৫৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের গলায় জুতার মালা ; ৬ জুলাই দেশব্যাপী প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশ বাম গণতান্ত্রিক জোটের

---ফরহাদ খান, নড়াইল

নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা দেয়ার ঘটনায় আগামী ৬ জুলাই দেশব্যাপী প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে নড়াইল রেডক্রিসেন্ট সোসাইটি ভবন মিলনায়তনে সুধী সমাবেশে এ ঘোষণা দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন-বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউর রহমান ও ইউনাইটেড কমিউনিস্ট লীগ নেতা রণজিৎ চ্যাটার্জি।

এর আগে নেতৃবৃন্দ নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতার মালা পরিয়ে হেনস্থা করার নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, প্রশাসনের কর্তাব্যক্তি ও আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতিতে অধ্যক্ষকে হেনস্থার দায় সরকারকেই নিতে হবে।

এদিকে, জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন বৃহস্পতিবার (৩০ জুন) দেয়ার কথা থাকলেও তা পিছিয়ে আগামি শনিবার (২ জুলাই) নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। অপরদিকে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের নেতৃত্বে গঠিত তদন্ত টিমের প্রতিবেদনও শনিবার নির্ধারণ করেছে।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাহুল দেব রায় নিজের ফেসবুক আইডিতে নূপুর শর্মার ছবি ব্যবহার করে লেখেন-প্রণাম নিও বস ‘নূপুর শর্মা’ জয় শ্রীরাম। এ পোস্ট দেয়ার পর গত ১৮ জুন সকালে কলেজে আসেন রাহুল। এরপর তার বন্ধুরা পোস্টটি মুছে ফেলতে বললেও সে পোস্ট মুছেননি রাহুল।

শিক্ষার্থীরা বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জানান। এক পর্যায়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজের সব শিক্ষকদের পরামর্শে রাহুলকে পুলিশের হাতে তুলে দেয়ার চেষ্টা করেন। এরই মধ্যে শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে কলেজ চত্বরে থাকা শিক্ষকদের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জসহ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে। ঘটনার সময় অন্তত ১০ জন ছাত্র-জনতা আহত হন।

এদিকে, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার অভিযোগ এনে বিক্ষুদ্ধ জনতা ঘটনার দিন ১৮ জুন বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস এবং শিক্ষার্থী রাহুল দেব রায়কে গলায় জুতারমালা পরিয়ে প্রতিবাদ জানান।





আঞ্চলিক এর আরও খবর

কয়রায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের মত বিনিময় কয়রায় সাংবাদিকদের সাথে ব্যারিস্টার নেওয়াজ মোরশেদের মত বিনিময়
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোংলা থানা পুলিশের মতবিনিময় সভা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মোংলা থানা পুলিশের মতবিনিময় সভা
নড়াইলে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
নড়াইলে রোগাক্রান্তদের মাঝে ৩৫ লক্ষাধিক টাকার চেক বিতরণ নড়াইলে রোগাক্রান্তদের মাঝে ৩৫ লক্ষাধিক টাকার চেক বিতরণ
সুন্দরবনের প্রাণ পশুর নদসহ উপকূলের নদ-নদী দখল ও দূষণে আক্রান্ত সুন্দরবনের প্রাণ পশুর নদসহ উপকূলের নদ-নদী দখল ও দূষণে আক্রান্ত
ওসির সাথে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ ওসির সাথে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ
পাইকগাছায় মেসার্স সামিনা ব্রিকস’র মেইন অফিস উদ্বোধন পাইকগাছায় মেসার্স সামিনা ব্রিকস’র মেইন অফিস উদ্বোধন
নড়াইলে শেষ হলো জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা নড়াইলে শেষ হলো জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা
শ্যামনগরে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া শ্যামনগরে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)