শুক্রবার ● ১৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন »
পাইকগাছায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
৩৭৯ বার পঠিত
শুক্রবার ● ১৯ আগস্ট ২০২২
পাইকগাছায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
পাইকগাছায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম জন্মোৎসব জন্মাষ্টমী অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভার পুর্বে প্রদীপ প্রজ্জ্বলন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চম্পক কুমার পাল। শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ীতে উপজেলা ও পৌরসভা পূজাউদযাপন পরিষদ আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,খুলনা-৬’র এমপি আক্তারুজ্জামান বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,ওসি মোঃ জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খৃঃ ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনা সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কৃষকলীগের আহবায়ক সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,কাউন্সিল তৈয়বের রহমান সহ জেলা,উপজেলা ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রানকৃষ্ণ দাশ,সাবেক ভাইস কৃষ্ণপদ মন্ডলসহ অনেকে। দুদিন ব্যাপি অনুষ্ঠানে পুর্জা অর্চনা,ভাগবত পাঠ,ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, প্রসাদ বিতরন,শিশু কিশোরদের মধ্যে গীতাপাঠ প্রতিযোগিতা সহ শনিবারে নন্দোৎসব।