সোমবার ● ২৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে শারদ উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং ও যাচাই-বাছাই
আশাশুনিতে শারদ উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং ও যাচাই-বাছাই
আশাশুনি : আশাশুনিতে আসন্ন শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আনসার-ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই ও ব্রিফিং দিয়েছেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন বিঊটি। সোমবার সকালে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় চত্বরে দায়িত্ব প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর মধ্যে বুক ফুলিয়ে মাথা উঁচু করে আছে। কোন অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সুযোগ দেয়া যাবে না। তাই এবারের শারদীয় দুর্গোৎসবে উপজেলার ১০৮টি পূজা ম-পের আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভক্তসহ ম-পে আগত জনসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পালনে সকলের সর্বদা সচেষ্ট থাকতে হবে। কারও কোন সমস্যা হলে আমাকে বা উপজেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তকে জানাতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষক খাদিজা খাতুন ও সুজন মিত্রসহ উপজেলার সকল ইউনিয়নের পি.সি ও এ.পি.সিবৃন্দ। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা হোসেন বিউটি সাংবাদিকদের জানান, এবার পূজায় আমাদের সহ¯্রাধিক আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে যাচাই-বাছাই করে প্রশিক্ষণ প্রাপ্ত ৪৮৬ জনকে তাদের দায়িত্ব বুঝে দিয়েছি। অধিক গুরুত্বপূর্ণ ও ঝুকিপূর্ণ ৪টি ম-পের মধ্যে বড়দলের বুড়িয়া, খাজরা বাজার, পূর্ব কাদাকাটি ও টেংরাখালী পূজা ম-পের জন্য ৮ জন, ১৯টি গুরুত্বপূর্ণ ও ঝুকিপূর্ণ পূজা ম-পের জন্য ৬ জন ও সাধারন পূজা ম-পের জন্য ৪ জন প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যরা পূজার ৫ দিন ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে।