

রবিবার ● ১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » উৎসব মুখর পরিবেশে কয়রায় বই উৎসব পালিত
উৎসব মুখর পরিবেশে কয়রায় বই উৎসব পালিত
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ সারাদেশের ন্যায় কয়রার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
বই উৎসব উপলক্ষে ১ জানুয়ারী বেলা ১১ টায় কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মদিনাবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ সরোয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ। রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ লোকমান হোসেন, সহকারী শিক্ষা অফিসার আবু খালেদ, মোঃ আনোয়ার হোসেন, ভূধর চন্দ্র মন্ডল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা প্রমুখ।
উল্লেখ্য সকাল ১০টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব উপলক্ষে বই বিতরণ উদ্বোধন করেন।