

বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » কৃষি » আশাশুনিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রম উদ্বোধন
আশাশুনিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রম উদ্বোধন
আশাশুনি : আশাশুনির বুধহাটায় বোরো ধানের সমালয়ে চাষাবাদের প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বুধহাটা ব্লকের শ্বেতপুর বিলে কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক ড. মু. জামাল উদ্দীন। উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের ৫০ একর প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রম উদ্বোধনীতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিপক মল্লিকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সঞ্জয় দাশ, এসএপিপিও আব্দুল গনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, চাষী মহাদেব ঘোষ সহ এলাকার চাষী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রদর্শনীতে ৩২ জন চাষী ৫০ একর জমিতে বোরো ধানের সমলয়ে চাষাবাদ করছেন।