বুধবার ● ১৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » কপিলমুনিতে রায়সাহেব বিনোদ বিহারী সাধুর মৃত্যুবার্ষিকী পালিত
কপিলমুনিতে রায়সাহেব বিনোদ বিহারী সাধুর মৃত্যুবার্ষিকী পালিত
কপিলমুনিতে স্বগীয় রায়সাহেব বিনোদ বিহারী সাধু সংরক্ষণ পরিষদের উদ্দ্যগে বুধবার সকাল ১০ টায় বিনোদ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কপিলমুনি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিনোদ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান মোড়ল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার, কপিলমুনি ইউনিয়ন আ, লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, ব্যাঙ্কার সমাজসেবক আব্দুর রশিদ, মেহেরুনেচ্ছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, অধ্যাপক মুজিবুর রহমান, রেজাউল করিম খোকন, ত্রিদীপ কান্তি মন্ডল, চলার সাথী সংগঠনের উপদেষ্টা সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রহমান, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা গাজী আব্দুর রাজ্জাক রাজু , বিশিষ্ট ব্যাবসায়ী সাধন ভদ্র, হিমাদ্রি শেখর দে, কপিলমুনি ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক জগদীশ দে। মধু সুদন হালদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিনোদ স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক অনুপম সাধু, কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী রাম প্রসাদ পাল,সন্দীপ সাধু,সাবেক উপাধাক্ষ আফসার উদ্দিন মালী,বিশিষ্ট ব্যাবসায়ী বিধান চন্দ্র ভদ্র, মানিকলাল সিংহ, এডঃজয়ন্ত পাল,বাবু লাল হালদার, পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজীন মোস্তাফিজ,ছাত্র লীগ নেতা রাসেল জোয়ার্দার, হাবিবুর রহমান, বাচ্চু, সরদার মোজাফফর হোসেন, ব্রজেন দাস,,পলাশ দাস,অনিমেষ বিশ্বাস,নিমাই দাশ। বক্তারা রায় সাহেবের ব্যবসা জীবন তার উন্নয়ন মূলক কর্মকান্ড মানবকল্যাণে কাজ করা সহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।