

বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে ৯৫ হাজারের বেশি শিশুর জন্য ভিটামিন এ প্লাস ক্যাপসুল
নড়াইলে ৯৫ হাজারের বেশি শিশুর জন্য ভিটামিন এ প্লাস ক্যাপসুল
ফরহাদ খান, নড়াইল: নড়াইলের তিনটি উপজেলায় ৯৫ হাজার ১৪৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামি ২০ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা পর্যায়ে অবহিতকরণ এবং সাংবাদিক কর্মশালায় নড়াইলের নবাগত সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম বলেন, ভিটামিন ‘এ’ শুধু অপুষ্টি জনিত অন্ধত্ব প্রতিরোধই করে না বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা দুর করে শিশু মৃত্যুহার কমায়। শিশু মৃত্যুরোধে জন্মের পর নবজাতককে কেবল মায়ের শালদুধ পান করাতে হবে। এছাড়া শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর পরামর্শ দেন তিনি।
কর্মশালায় আরো জানানো হয়, ছয় থেকে ১১ মাস বয়সী ১১হাজার ৫৭১জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৫৭৬ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এক হাজার ২০টি কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হবে।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন-ডাক্তার ইসমাঈল হোসেন বাপ্পী, ডাক্তার এসএম মাসুদ, ডাক্তার সুব্রত হালদার, ডাক্তার সুভাশীষ বিশ্বাস, জিল্লুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাবেক সহসভাপতি সুলতান মাহমুদসহ গণমাধ্যমকর্মীরা।