শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সাহিত্য » সপ্তদ্বীপার সাহিত্য আসর ও আলোচনা সভা
প্রথম পাতা » সাহিত্য »
সপ্তদ্বীপার সাহিত্য আসর ও আলোচনা সভা
২৭৬ বার পঠিত
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৩
সপ্তদ্বীপার সাহিত্য আসর ও আলোচনা সভা
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধও গল্প পাঠে অংশ গ্রহন করেন,কবি বিকাশেন্দু সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, পঞ্চানন সরকার, নাহার ইসলাম, হাসনা খাতুন সুমাইয়া, ঐশী আক্তার লিমা, জি এম লিয়াকত আলী, রাবেয়া আক্তার মলি, রানী খাতুন, আক্তার হোসেন গাজী, দিবাশিস সাধু প্রমুখ। আগামী ২৫ ফেব্রুয়ারি শনিবার সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের বাৎসরিক বনভোজনের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।