

বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » শিক্ষা » ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পাইকগাছায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পাইকগাছায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে বিচারক মন্ডলী সহ অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিযোগিতা রত শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।