

বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নারী উন্নয়ন ফোরামের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় নারী উন্নয়ন ফোরামের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পাইকগাছায় নারী উন্নয়ন ফোরামের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে এডিপি’র (অর্থায়নে) প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক ভাবে সাবলম্বী করার প্রায়াসে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩২ জন নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। এসময়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, প্যানেল উপজেলা চেয়ারম্যান ও ফোরামের সভাপতি লিপিকা ঢালী, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, ফোরামের সদস্য সচিব ও ইউপি সদস্য মেরি রাণী সরকার, কোষাধ্যক্ষ ও ইউপি সদস্য এস্নেয়ারা খাতুন, সিএ কৃষ্ণপদ মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।