শনিবার ● ২৯ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় কৃষকলীগের নেতা-কর্মীরা বিধবা নারী’র ধানকেটে দিলেন
পাইকগাছায় কৃষকলীগের নেতা-কর্মীরা বিধবা নারী’র ধানকেটে দিলেন
পাইকগাছায় কৃষকলীগের নেতা-কর্মীরা এবার বিধবা নারীর বোরো ধান কেটে দিরেন্ উপজেলা কৃষকলীগের উদ্যোগে ও ইউনিয়ন কমিটির সহয়তায় শনিবার সকালে রাড়ুলী’ পুলিশ ক্যাম্প সংলগ্ন প্রয়াত সাধন দাশের স্ত্রী জয়ন্তী রানী দাশের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি’র উদ্বোধন করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মানিকুজ্জামান আশোক। ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে ও উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকলীগ নেতা আবু আহাদ হাফিজ বাবু, উপজেলা কৃষকলীগের আহবায়ক এ্যাডঃ শেখ আঃ রশীদ। এ সময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সাবেক সদস্য আরশাদ আলী বিশ্বাস, আ’লীগ নেতা বিমল পাল,জেলা কৃষকলীগ নেতা আঃ,মান্নান মনা, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,আনিছ গাজী,আমান সরদার,আকরামূল ইসলাম, রফিকুল ইসলাম, ইউপি সদস্য মতলেব মালী, রমজান সরদার,সাইফুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগ সম্পাদক আজিজুল ইসলাম, মহিলা আ’লীগ নেত্রী জুলি শেখ ও পাপিয়া, কৃষকলীগের ইউনিয়ন ও পৌরসভা নেতৃবৃন্দের মধ্যে প্রকাশ পাল, আশীষ দত্ত, তাপস ব্যানার্জী, রনজিৎ কুমার দে ,মোঃ,নূরুল ইসলাম, গফফার হাওলাদার, হাফিজুর রহমান, এরশাদ আলী সবুজ, লুৎফর রহমান, রশীদ গোলদার,হাসান গোলদার, সুমন দত্ত, তাপস দাশ,অমরেশ গাইন,কাশেম সরদার,সাত্তার সানা,রফিকুল মোড়ল,বিশ্বজিৎ দফাদার,আজিবর গাজী,লিটন গাজী,রাজু শেখ,রহিম শেখ, সোহান প্রমুখ
।






পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কমে কৃষক হতাশ
পাইকগাছায় হলুদ ফুলে ভরে গেছে সরিষার ক্ষেত
পাইকগাছায় আগাম বোরো আবাদের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক
কেশবপুরে তুলার আবাদে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে চাষীরা
মাগুরায় ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক
পাইকগাছায় আমন ধান কাটা উৎসব শুরু
পাইকগাছায় আপনা আপনি জন্ম নেয়া একটি ডাট শাক ৯ ফুটের বেশী উচু হয়েছে
পাইকগাছায় হলুদ চাষে লাভবান হচ্ছেন কৃষক
কেশবপুরে ড্রাগন চাষে সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা নান্টু সাহা
পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ 