

বুধবার ● ৩ মে ২০২৩
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় বিশাল শ্রমিক সমাবেশে মানুষের জন্য জীবন উৎসর্গ করেছি ; এমপি-বাবু
পাইকগাছায় বিশাল শ্রমিক সমাবেশে মানুষের জন্য জীবন উৎসর্গ করেছি ; এমপি-বাবু
পাইকগাছায় মে দিবসের বিশাল শ্রমিক সমাবেশে খুলনা-৬’র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, জীবন উৎসর্গ করে আমি মানুষের জন্য রাজনীতি করছি। সংসদ সদস্য নির্বাচিত হবার পুর্বে ছাত্র জীবন থেকে এ পর্যন্ত গণমানুষের পাশে থেকে বঙ্গবন্ধু’র নীতি আদর্শ্য বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও দলের নির্দেশনা মেনে কাজ করে যাচ্ছি। মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বিশাল শোভাযাত্রা শেষে পৌর বাজারের ত্রিমোহনী মোড়ে আয়োজিত বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রায় বড়-বড় মেগা প্রকল্প বাস্তবায়নসহ সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি আগামী জাতিয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্রমিক সংগঠন ও আওযামীলীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনকে শক্তিশালী করতে সর্বস্তরের দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ করেন। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা সুবিধাবাদী ও ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই, এমন মন্তব্য করে তিনি আরোও বলেন, বিএনপি-জামাতের অকৌশল ও অপপ্রচার মোকাবেলা করতে সবাইকে সতর্ক হবার পরামর্শ দেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি বি,এম জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা শ্রমিকলীগ নেতা ময়নুল ইসলাম মোহন,জেলা আ’লীগ নেতা আনিছুর রহমান মুক্ত, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, জি,এম আঃ ছালাম কেরু প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু। উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহজাহান কবিরের সভাপতিত্বে ও কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরোও উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দের মধ্যে সাবেক ইউপি চেয়ারম্যান নির্মল চন্দ্র মন্ডল, আরশাদ আলী বিশ্বাস, এসএম রেজাউল হক,পঞ্চানন সানা,সাংবাদিক স্নেহেন্দু বিকাশ,শংকর দেবনাথ,শেখ ইকবাল হোসেন খোকন,নির্মল ঢালী,দ্বিপ্তী চক্রবর্তী,নির্মল বৈদ্য,এ্যাডঃ সমির বিশ্বাস,আঃ গফুর, বিমল পাল,যুবলীগ নেতা সাযেদ আলী মোড়ল কালাই, বি,এম আরেফিন,এমএম আজিজুল হাকিম,আঃ রাজ্জাক রাজু,আকরামুল ইসলাম, ইউপি সদস্য হাসানুজ্জামান, মানবেন্দ্র নাথ মন্ডল, আঃ হালিম খোকন,আমান সরদার, প্রসেন ঢালী, গৌমত রায়,আছাদুজ্জামান, মৃগাঙ্ক বিশ্বাস,উপজেলা শ্রমিকলীগের সম্পাদক কাউন্সিল আঃ গফফার মোড়ল, পৌর কমিটির সভাপতি শেখ আনারুল ইসলাম, শ্রমিক নেতা মনিরুল ইসলাম, মান্না দে বাবু, জুলি শেখ, প্রভাষক নিবেদিতা মন্ডল, ছাত্রলীগের মানিক, নয়ন, সাব্বির, রনিসহ নেতা-কর্মীরা।