

মঙ্গলবার ● ১৬ মে ২০২৩
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » নড়াইলে অচিন চক্রবর্তী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
নড়াইলে অচিন চক্রবর্তী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
ফরহাদ খান, নড়াইল ; নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের আড়পাড়া গ্রামে ‘অ্যাডভোকেট অচিন চক্রবর্তী কমিউনিটি ক্লিনিক’ এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৬ মে) দুপুরে কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডাক্তার মঞ্জুরুল মোর্শেদ।
নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমারের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য দেন-নড়াইলের সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, কমিউিনিটি ক্লিনিকের জমিদাতা অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, ডাক্তার বাপ্পী, ডাক্তার শুভাশীষ বিশ্বাস, বিছালী ইউপি সদস্য কমিউনিটি ক্লিনিকের সভাপতি পান্না বিশ্বাস, বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম আনিসুল ইসলাম, আমিরুল ইসলামসহ অনেকে।
জমিদাতা অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তীর নামে কমিউিনিটি ক্লিনিকের নামকরণ করা হয়েছে।