শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

SW News24
মঙ্গলবার ● ২৩ মে ২০২৩
প্রথম পাতা » পরিবেশ » ৫ জুন খুলনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » পরিবেশ » ৫ জুন খুলনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ জুন খুলনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৫ জুন খুলনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। এ উপলক্ষ্যে ২৩ মে মঙ্গলবার সকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব--- পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, পরিবেশকে বাঁচাতে হলে পলিথিন বর্জন করতে হবে। শিশুসহ সকল পর্যায়ের মানুষের মাঝে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। পলিথিনের উৎপাদন বন্ধ করে পরিবেশ বান্ধব পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সভায় জানানো হয়, দিবসটি উপলক্ষ্যে ৫ জুন সকাল পৌনে নয়টায় খুলনা রেলস্টেশন থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহ, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল শামীমউল হাসান শামীম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেনসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)