শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ন ১৪৩১

SW News24
সোমবার ● ২০ মে ২০২৪
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিশ্ব মৌমাছি দিবস পালিত
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিশ্ব মৌমাছি দিবস পালিত
১৯১ বার পঠিত
সোমবার ● ২০ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিশ্ব মৌমাছি দিবস পালিত

 ---পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত হয়েছে। মৌমাছি, প্রজাপতির মতো পরাগ বহনকারী কীটপতঙ্গ রক্ষার গুরুত্ব এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখা ও পরিবেশে সচেতনতা বৃদ্ধি করার জন্য পালিত হচ্ছে বিশ্ব মৌমাছি দিবস।  ২০ মে সোমবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ কার্যালয়ে আন্তর্জাতিক মৌমাছি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যেগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অনারারি ক্যাপ্টেন (অব:) মোহন লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সহ সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী। বক্তৃতা করেন, মৌয়াল আব্দুল বারেক, পরিবেশ কর্মি গনেশ দাশ, দিবাশিষ সাধু, মোজাম আলী, কওছার আলী, রিনি আক্তার,পূর্নিমা,সাধু, তৃষা বিশ্বাস,লিনজা আক্তার মিথিলা,পুস্পিতা শীল জোতি প্রমুখ।

মৌমাছি বাস্ততন্তের গুরুত্ব ভুমিকা পালন করে। আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য, বাসযোগ্য করে তোলার জন্য মৌমাছি গুরুত্ব অপরিশীম। মৌমাছি পরিবেশে ভারসম্য রক্ষা করে। নগরায়ণ, শিল্পায়ন, পরিবেশ ধ্বংসের কারণে আজ মৌমাছি এবং অন্যান্য পরাগায়নকারী যেমন প্রজাপতি, বাদুড় এবং হামিংবার্ড বিলুপ্তির পথে। এই সব পরাগ বহনকারী কীটপতঙ্গ খাদ্যশস্যসহ একাধিক উদ্ভিদের প্রজননে সহায়ক। বাস্তুতন্ত্রের সবচেয়ে পরিশ্রমী প্রাণী হিসেবে মৌমাছি অস্তিত্ব টিকিয়ে রাখা দরকার। পরিবেশদূষণ সহ প্রভৃতি কারণে এই উপকারী পতঙ্গ হ্রাস পাচ্ছে। যদি পৃথিবী থেকে মৌমাছি হারিয়ে যায়, তাহলে মানবসভ্যতা টিকবে থাকবে না। মৌমাছি ছাড়া খুব বেশি দিন টিকে থাকতে পারবে না মানুষ। তাই এই দিনটির গুরুত্ব অনেক বেশি। মানুষের বাসযোগ্য পরিবেশ বজায় রাখার জন্য বাস্তুতন্ত্রে ছোট গুঞ্জনকারী প্রাণীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে মানুষকে সচেতন করা প্রয়োজন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)