

মঙ্গলবার ● ৬ জুন ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমএনএ গফুরের ৫২ তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমএনএ গফুরের ৫২ তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এম এন এ শহীদ এম এ গফুর’র ৫২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,দোয়া ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টা শহীদ এ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামিলীগ সহ-সভাপতি এ্যাড,সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, মরহুমার স্মৃতি সন্তান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহসঙ্গীর, আ’লীগ সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু,উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ওসি তদন্ত তুষার কান্তি দাশ। স্বাগত বক্তব্যে রাখেন,শহীদ এ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভিন। বক্তব্য রাখেন, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রজ্ঞন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন,প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, আ’লীগ নেতা সমীরণ সাধু, আনন্দ মোহন বিশ্বাস ও আনিছুর রহমান মুক্ত, সহকারি অধ্যাপক ময়নুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য শহীদ এমএ গফুর ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র পিতা। তিনি এই দিনে আততাইয়ের হাতে গুলিবৃদ্ধ হয়ে মারা যান।