শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ৬ জুন ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৫৪ বার পঠিত
মঙ্গলবার ● ৬ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

---খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির জুন মাসের সভা ৬ জুন মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ এর রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দীন জানান, সিটি কর্পোরেশন নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ হবে। এজন্য প্রয়োজনীয় সংখ্যক ইভিএম ইতোমধ্যে খুলনায় পৌঁছেছে। বর্তমানে সকল কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্তৃক নির্বচানী আচরণবিধি ভঙ্গের উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটেনি। প্রার্থীদের প্রচারণা কার্যক্রম আগামী ১০ জুন মধ্যরাত পর্যন্ত চলবে।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সভায় জানান, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুজ¦রের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। এটি মশাবাহিত রোগ হওয়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার বিস্তার নিয়ন্ত্রণ ও প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করতে হবে। তামাক ও তামাকজাত দ্রব্য মানুষের স্বাস্থ্যের জন্য হুমকী স্বরূপ। তামাকের ক্ষতির ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, অপরাধমূলক ঘটনা প্রতিকারের চেয়ে প্রতিরোধে জোর দেয়া প্রয়োজন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে জেলা পুলিশ সিটি কর্পোরেশন এলাকায় প্রবেশের পথগুলোয় তল্লাশি কার্যক্রম চলমান রেখেছে এবং সিটি কর্পোরেশন সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজারসমূহে নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। বিদেশ থেকে আমদানির সিদ্ধান্ত হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম কমবে বলে আশা করা যায়। আসন্ন ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে যত্রতত্র পশুর হাট বসানো নিয়ন্ত্রণ ও জালটাকা বিস্তারের চেষ্টা বন্ধ করতে আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত মে মাসে ১৭৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত এপ্রিল মাসে দায়ের হওয়া মামলার চেয়ে আটটি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে মে মাসে ১৪৮টি মামলা দায়ের হয়েছে যা বিগত এপ্রিল মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ২০টি বেশি।

সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ ইমরান, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভায় অনলাইনে যুক্ত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
দুর্গোৎসব উপলক্ষ্যে নড়াইলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গোৎসব উপলক্ষ্যে নড়াইলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আধুনিক ঘুনি মেশিন তৈরি করে সাড়া ফেলেছেন উজ্জ্বল লস্কর আধুনিক ঘুনি মেশিন তৈরি করে সাড়া ফেলেছেন উজ্জ্বল লস্কর
বাগেরহাটে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভা বাগেরহাটে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভা
কবি ফররুখ আহমেদের বাড়ি সংরক্ষণ করেই রেল পথ নির্মাণের কাজ সম্পন্ন হবে  - প্রেস সচিব শফিকুল আলম কবি ফররুখ আহমেদের বাড়ি সংরক্ষণ করেই রেল পথ নির্মাণের কাজ সম্পন্ন হবে - প্রেস সচিব শফিকুল আলম
কেসিসি’র ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা কেসিসি’র ৭১৯ কোটি ৫০ লাখ টাকার বাজেট ঘোষণা
পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পাইকগাছায় কপিলমুনির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুছ আলীর দায়িত্বভার গ্রহণ পাইকগাছায় কপিলমুনির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনুছ আলীর দায়িত্বভার গ্রহণ
শ্রীপুরের সোনাতুন্দী গ্রামের  সড়কের বেহাল দশা,ভারী যান চলাচল বন্ধ শ্রীপুরের সোনাতুন্দী গ্রামের সড়কের বেহাল দশা,ভারী যান চলাচল বন্ধ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)