

বুধবার ● ৭ জুন ২০২৩
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » আশাশুনিতে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের প্রশিক্ষণ
আশাশুনিতে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের প্রশিক্ষণ
জগদীশ সানা, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি : আশাশুনিতে মাতৃ স্বাস্থ্য ভাউচার স্ক্রীম এর উপর উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক। প্রশিক্ষণ প্রদান করেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডল। সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) এসএম মোক্তারুজ্জামান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাঃ ফরহাদ হোসেন ও ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, পরিসংখ্যানবিদ আঃ খালেক, স্বাস্থ্য পরিদর্শক কবির আহমেদ, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ আঃ গফফার, সিনিঃ স্টাফ নার্স আমেনা খাতুন ও হাসিনা খাতুন। অনুষ্ঠানে জন প্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত প্রমুখ বক্তব্য রাখেন।