বৃহস্পতিবার ● ৩১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » হাজারো লোকের উপস্থিতিতে নড়াইলের নড়াগাতীতে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন
হাজারো লোকের উপস্থিতিতে নড়াইলের নড়াগাতীতে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন
ফরহাদ খান, নড়াইল ;হাজারো লোকের উপস্থিতিতে নড়াইলের নড়াগাতীতে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালনে হাজার হাজার নেতাকর্মী ও লোকসমাগমের মধ্য দিয়ে নড়াইলের নড়াগাতী থানার কাছারিবাড়ি মাঠ এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
নড়াগাতী থানাধীন ছয়টি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (৩০ আগস্ট) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
বাঐশোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু মোল্যার সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন-বঙ্গবন্ধু তৃণমূল পরিষদের সভাপতি সিনিয়র সচিব খাজা মিয়া, যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য হাজী মফিজুল হক, নড়াগাতী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত-এ-চৌধুরী, জেলা পরিষদ সদস্য শাহিন সাজ্জাদ পলাশ, ঢাকা মহানগর উত্তর যুবলীগ নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাদিম মাহমুদ, বাঐশোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুন্নু শেখ, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকিত মোল্যা, যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি তারা মিয়া সরদার, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন জন, সাধারণ সম্পাদক আনার মাহমুদ আনু, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউর রশিদ রুপম, নড়াগাতী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম পারভেজ, কালিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত দাশসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা বর্বরোচিত হত্যাকান্ড ঘটিয়েছিল, তাদের অনুসারীরা দেশে এখনও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আগামি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগস্ট মাসের এই শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল এবং গণভোজ অনুষ্ঠিত হয়। নড়াগাতী থানাধীন ছয়টি ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী-সমর্থক প্রচন্ড গরম উপেক্ষা করে কর্মসূচিতে উপস্থিত হন।