রবিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় ডেঙ্গু নিয়ন্ত্রনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ডেঙ্গু নিয়ন্ত্রনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পাইকগাছায় এডিস মশার বিস্তার রোধ, ডেঙ্গু নিয়ন্ত্রন ও প্রতিরোধে করনীয় বিষয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ,নীতিশ চন্দ্র গোলদার, ইন্সপেক্টর (তদন্ত) তুষার কান্তি দাশ, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ সিংহ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ শাহজাহান আলী, শিক্ষা অফিসার বিদুৎ রঞ্জন সাহা, ইউআরসি ঈমান উদ্দীন, ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার, কে,এম আরিফুজ্জামান তুহিন, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া,সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, এম মোসলেম উদ্দিন, তৃপ্তি রঞ্জন সেন, আঃ,আজিজি, স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দিন রাজা, প্যানেল চেয়ারম্যান শংকর কুমার বিশ্বাস, সাইফুল ইসলাম, এনজিও প্রতিনিধি চিত্তরঞ্জন মন্ডলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সভায় বক্তাদের মতামতের ভিত্তিতে প্রতি সপ্তাহের অফিস ডে রবিবার সরকারী -বেসরকারী অফিস, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও কর্মক্ষেত্রে পরিস্কার পরিছন্নতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, ডেঙ্গু বা মশা বাহিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে একে-অপরে প্রচার-প্রচারনা চালানো, ইউপি চেয়ারম্যান ও এনজিও কর্তৃক এলাকায় মাইকিং করা ও জ্বর হলে তাকে দ্রুত হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যাবার পরামর্শ প্রদান করা হয়েছে।