

মঙ্গলবার ● ১৪ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
মাগুরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ডায়াবেটিস হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লায়লা জলি, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শামীম কবির, জেলা ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ডাক্তার মুন্সী মো. সাদউল্লাহ প্রমুখ। মাগুরা জেলা ডায়াবেটিস সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।