শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

SW News24
বুধবার ● ১৩ মার্চ ২০২৪
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ‘খায়রুন লো’ গানের গীতিকার ওয়াদুদ আর নেই
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » ‘খায়রুন লো’ গানের গীতিকার ওয়াদুদ আর নেই
৮২ বার পঠিত
বুধবার ● ১৩ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘খায়রুন লো’ গানের গীতিকার ওয়াদুদ আর নেই

‘খায়রুন লো তোর লম্বা মাথার কেশ/ চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ…’ গানটির গীতিকার ওয়াদুদ রঙ্গিলা আর নেই। গতকাল ১২ মার্চ মারা গেছেন তিনি। মৃত্যুকালে এ গীতিকারের বয়স হয়েছিল ৫৩ বছর।

ওয়াদুদ রঙ্গিলার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে জানান তার ভায়রা জামিল হোসেন সরকার। তিনি বলেন, ‘গীতিকার চার দিন আগে স্ট্রোক করেছিলেন। আজ সকাল ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাদ আসর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

ওয়াদুদ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসেও ভুগছিলেন। স্ট্রোকের পর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

গান লেখার পাশাপাশি অভিনয়, ও লেখালেখি করতেন ওয়াদুদ। খায়রুন সুন্দরী সিনেমায় রফিক চরিত্রে ছিলেন তিনি। এছাড়া  চিনিবিবি, মালেকা সুন্দরী ও অগ্নিসাক্ষীসহ বেশ কিছু ব্যবসাসফল ছবিতে দেখা গেছে তাকে। মঞ্চ নাটকেও অভিনয় করতেন তিনি। ---





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)