মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে ‘বন্ড ক্লোথিং’ হাউজের যাত্রা শুরু
নড়াইলে ‘বন্ড ক্লোথিং’ হাউজের যাত্রা শুরু
ফরহাদ খান, নড়াইল; নড়াইলে ‘বন্ড ক্লোথিং’ হাউজের নতুন শোরুমের যাত্রা শুরু হয়েছে। সোমবার (১৮ মার্চ) বিকেলে শহরের রুপগঞ্জ মুচিপোল এলাকায় জননী সুপার মার্কেটে ‘বন্ড ক্লোথিং’ হাউজের উদ্বোধন করেন-জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মোর্ত্তজা স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, বন্ড ক্লোথিং হাউজের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মিজান, মহাব্যবস্থাপক এমএম মনিরুজ্জামান, মানবসম্পদ (এইচআর) ব্যবস্থাপক আশিকুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের সদস্য সচিব চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুুর রহমান ভূঁইয়া, রুপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি রজিবুল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক বাবুলাল ভট্টাচার্য, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ বিভিন্ন মানুষ।
বন্ড ফ্যাশন হাউজের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম জানান, এই শোরুমে তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের কথা মাথায় রেখে নতুন ব্রান্ডের শার্ট-প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবিসহ চমৎকার সব পোশাকের সমাহার রয়েছে। আসন্ন ঈদে ক্রেতাদের চাহিদা পূরণ করতে আমরা মানসম্পন্ন পণ্য সাশ্রয়ী মূল্যে উপস্থাপন করছি। যাতে গ্রাহকরা তাদের পছন্দসই পোশাক কিনতে পারেন।