শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন
পাইকগাছায় মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে শনিবার সকালে পাইকগাছা কলেজ মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল, অফিস সহকারী সুভাষ চন্দ্র বসু ও শিক্ষার্থী পাপড়ি মন্ডল।