মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » কৃষি » ডুমুরিয়ার জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ডুমুরিয়ার জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
অরুন দেবনাথ ডুমুরিয়া:
ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে গতকাল সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত মেহনাজের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনা বিভাগীয় উপ-পরিচালক রনজিৎ কুমার পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খান আলী মুনসুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী। এসময় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন চিংড়ি চাষী সুজিত মন্ডল, উপজেলা আ.লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোর্য়াদ্দার, রুদাঘরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোঃ মোস্তফা কামাল খোকন, ডুমুরিয়া থানার এসআই মোঃ মহসিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান খান সাকুর উদ্দিন, মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, সাহস ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আরা বেগম, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি কাজী আবদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন ডুমুরিয়া উপজেলা মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি উপজেলা। এখানে প্রায় ২০ হাজার হেক্টর জলাশয়ে বিগত বছর ১৪ হাজার মে.টন মাছ উৎপাদিত হয়েছে। যা চাহিদার তুলনায় ৮ হাজার মে.টন বেশী। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ উৎপাদন সহজেই দ্বিগুন করা সম্ভব। মাছের উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে সকল জলাশয়কে পরিকল্পিতভাবে কাজে লাগাতে হবে। এসময় মাছ ও চিংড়ি উৎপাদনে বিশেষ সাফল্য অর্জন করায় উপজেলার ৩ জন চাষী ১ জন সম্প্রসারণ কর্মী ও ১টি প্রতিষ্ঠানকে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়। বাগদা চিংড়ি উৎপাদনে সফল চাষী ১১ নং ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী মো: হুমায়ুন কবির বুলু, গলদা চিংড়ি উৎপাদনে সফল চাষী সুনীতি মল্লিক, কাঁকড়া উৎপাদনে সফল চাষী মোঃ মিজানুর রহমান, সফল মৎস্য সম্প্রসারণ কর্মী আ. রহিম সরদার ও মৎস্য উৎপাদন ও সম্প্রসারণে সফল প্রতিষ্ঠান বড়ডাঙ্গা চিংড়ি চাষী সমিতি এ পুরষ্কার অর্জন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ, মৎস্য চাষী, মৎস্যজীবী, আড়ৎদার, ব্যবসায়ী, ডিপো মালিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি, ওয়ার্ল্ড ফিস, বাংলাদেশ প্রজেক্টের ফিল্ড সুপারভাইজার ও এলএসপিগণ উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের সকল অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা চিত্ত রঞ্জন পাল, কোয়ালিটি এ্যাসুরেন্স অফিসার মোঃ জাকারিয়া আলম, এস এম খোরশেদ আলী, আ.সালাম, ইভান আহমেদ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা।