মঙ্গলবার ● ২৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » কৃষি » দাকোপে তিন ব্যাপি ফলজ বৃক্ষ মেলার উদ্বোধন
দাকোপে তিন ব্যাপি ফলজ বৃক্ষ মেলার উদ্বোধন
দাকোপ প্রতিনিধি
“জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দাকোপ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে তিনদিন ব্যাপি ফলজ বৃক্ষমেলা ও সেমিনানের শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এনামুল ইসলাম ও রীনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, বাজুয়া ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। বক্তৃতা করেন নারীনেত্রী জয়ন্ত রানী সরদার, পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা, সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, উপসহকারী কৃষি কর্মকর্তা দাস বিভুতি রঞ্জন, আলাউদ্দিন শেখ, মিজানুর রহমান, সমীরণ বিশ্বাস, সুকেশ গোলদার, মোস্তাফিজুর রহমান, গোবিন্দ সরকার, মৌমিতা সরকার, রীনা গাইন, হীরা ফৌজদার, মুক্তা রানী প্রমুখ।