রবিবার ● ১৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » জাতীয় » খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাতিলের প্রতিবাদে উন্নয়ন কমিটির সংবাদ সম্মেলন
খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাতিলের প্রতিবাদে উন্নয়ন কমিটির সংবাদ সম্মেলন
একনেকে অনুমোদন এবং টেন্ডার আহ্বান করা হলেও খুলনা নভোথিয়েটার প্রকল্প স্থগিত করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান।
এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে বিজ্ঞানকে সহজ ভাবে উপস্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করা এবং বিজ্ঞান সম্পর্কিত ধারণা দেওয়ার জন্য প্রতিটি বিভাগীয় শহরে একটি করে নভোথিয়েটারের নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর জন্য ২০২২ সালে নগরী সিএন্ডবি কলোনির ১০ একর জমিতে নভো থিয়েটার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি অর্থায়নে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ৫৫৩ কোটি ৭৪ লাখ টাকা।
যে পরিকল্পটি পরবর্তীতে বাতিলের ঘোষণা দেওয়া হয়। একই সাথে সংবাদ সম্মেলনে জানানো হয় জিয়া হলের অবকাঠামো উন্নয়নে ১৫০০ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন এবং ৮৩ কোটি টাকায় আধুনিক কসাইখানা নির্মাণের গৃহীত সিদ্ধান্ত বাতিলের মাধ্যমে খুলনাবাসীকে বঞ্চিত করা হয়েছে। তাই এর প্রতিবাদে আগামী ২২ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি, ২৪ জানুয়ারি মানববন্ধন ও ২৫ জানুয়ারি মতবিনিময় সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদ সম্মেলনে মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজসহ মোঃ নিজাম উর রহমান লালু, মিনা আজিজুর রহমান, মিজানুর রহমান বাবু, শাহিন জামান পন, মোতলেবুর রহমান মিতুনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






দেশ গঠনে কোর অব সিগন্যালসের ভূমিকা অব্যাহত থাকবে : সেনাবাহিনী প্রধান
খুলনার নতুন ডিসি আ.স.ম জামশেদ খোন্দকার
সকল নাগরিকের সম্মানজনক নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য সর্বজনীন পেনশন স্কিম -মন্ত্রিপরিষদ সচিব
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না - প্রেস সচিব শফিকুল ইসলাম
দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
শিবসা নদী খনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
মানুষের কল্যাণে নিয়োজিত থাকাই আমাদের দায়িত্ব -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব
সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে -জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচীতে জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
খুলনায় তিনটি ডাইভিং বোট কমিশনিং করলেন নৌবাহিনী প্রধান 