

বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » খুলনা জেলা পরিষদ নির্বাচন পাইকগাছার ৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
খুলনা জেলা পরিষদ নির্বাচন পাইকগাছার ৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার ৩টি কেন্দ্রে খুলনা জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৯৩ জন ভোটারের মধ্যে ১৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৩টি কেন্দ্রে ৩ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আনারস প্রতীকে ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশীদ। নিকটতম অজয় সরকার চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন ২৭ ভোট। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪ প্রার্থীর মধ্যে ফুটবল প্রতীকে ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাহার আক্তার। নিকটতম দীপ্তি চক্রবর্তী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৫০ ভোট। অপরদিকে ১০ নং ওয়ার্ডের মৌখালী ইউনাইটেড একাডেমী কেন্দ্র থেকে সাধারণ সদস্য পদে ৩ প্রার্থীর মধ্যে তালা প্রতীকে ৩২ ভোট পেয়ে হাবিবুল্লাহ বাহার নির্বাচিত হয়েছেন। নিকটতম আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মদ আলী টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২২ ভোট। ১১নং ওয়ার্ডের উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্র থেকে ৩ প্রার্থীর মধ্যে হাতি প্রতীকে ৪৪ ভোট পেয়ে শেখ কামরুল হাসান টিপু নির্বাচিত হয়েছেন। নিকটতম শেখ আনিছুর রহমান মুক্ত টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৮ ভোট। ১২ নং ওয়ার্ডের লতা ইউনিয়ন পরিষদ কেন্দ্র থেকে ৪ প্রার্থীর মধ্যে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান গাজী। নিকটতম নির্মল মন্ডল হাতি প্রতীকে পেয়েছেন ৭ ভোট। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক জানিয়েছেন।