শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

SW News24
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় অনুষ্ঠিত
১১২ বার পঠিত
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কদের মতবিনিময় অনুষ্ঠিত

---

ফরহাদ খান, নড়াইল; নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়কদের সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ শনিবার সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন-নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার সুব্রত কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জোবায়ের হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম আরাফাত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক ওয়াহিদ উজ জামান, মাহমুদা সুলতানা রিমি, মিনহাজুর রহমান, সাইদ আফ্রিদী, সর্দার শুভ, বদরুন্নেসা জান্নাতসহ অনেকে।

এছাড়া জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, হেফাজত ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ মহসিন উদ্দিন, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি নাসির উদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি আলমগীর সিদ্দিকী, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন মানুষ।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারা বলেন, নড়াইল জেলা হাসপাতালসহ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। অপারেশন করার জন্য ৫০০ টাকা গুণতে হয়। সরকারি ওষুধের যথাযথ ব্যবহার হয় না। পাসপোর্ট অফিস, রেজিস্ট্রেশন অফিস, ভূমি অফিসে টাকা ছাড়া কাজ হয় না। এছাড়া নদী দখল, যানবাহনসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এসব সমস্যা দুর করতে হবে। সুষ্ঠু-সুন্দর নাগরিক সেবার জন্য জেলা ও পুলিশ প্রশাসনসহ সরকারি সব কর্মকর্তাকে আন্তরিক হতে হবে। এছাড়া রাজনৈতিক নেতাসহ সব পেশার মানুষকে সমাজে সব ধরণের বৈষম্য দুর করতে একযোগে কাজ করতে হবে।

এদিকে রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন পেশার মানুষ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফসল হিসেবে আমরা ‘নতুন বাংলাদেশ’ পেয়েছি। জেগে উঠতে পেরেছি। তাদের রক্তের বিনিময়ে বৈষম্যবিরোধী আন্দোলন সফল ও সার্থক হয়েছে। মানুষ নতুন করে দেশ নিয়ে ভাবতে শুরু করেছেন। আমাদের এ অর্জন কোনো ভাবেই যেন বিফলে না যায়। দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা বদ্ধ পরিকর। রাষ্ট্রীয় ভাবে এবং সামাজিক ভাবে আমরা আর কোনো ধরনের বৈষম্য চাই না। তবে ছাত্র-জনতার আন্দোলন বিফল করতে একটি গোষ্ঠী এখনো অপচেষ্টা করে যাচ্ছে। এদের প্রতিহত করতে হবে। এদের কালো থাবা থেকে অফিস-আদালতসহ সব ধরণের প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহিৃত করতে হবে।

এছাড়া হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য ধর্মালম্বীদের সার্বিক নিরাপত্তাসহ আসন্ন দুর্গাপুজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অপরদিকে, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং গুলিবিদ্ধসহ আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শনিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়করা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।





রাজনীতি এর আরও খবর

জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাগুরা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন জাতীয় সমাবেশে যোগদান উপলক্ষে মাগুরা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন
মাগুরায় স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল মাগুরায় স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
আশাশুনিতে পল্লীবন্ধু এরশাদের শাহাদাৎ বার্ষিকী পালন আশাশুনিতে পল্লীবন্ধু এরশাদের শাহাদাৎ বার্ষিকী পালন
১৬ বছর এদেশের মানুষ ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে ছিল -  নিতাই রায় চৌধুরি ১৬ বছর এদেশের মানুষ ভয়ঙ্কর ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে ছিল - নিতাই রায় চৌধুরি
ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও সমাবেশ ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও সমাবেশ
বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী -জেলা বিএনপির আহবায়ক মন্টু বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী -জেলা বিএনপির আহবায়ক মন্টু
কোন ফ্যাসিষ্ট সরকার দেশে ঠাঁই পাবে না   - জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম কোন ফ্যাসিষ্ট সরকার দেশে ঠাঁই পাবে না - জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম
শ্রীপুরে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শ্রীপুরে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের মামলায় বিএনপির নেতা-কর্মীদের নাম থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের মামলায় বিএনপির নেতা-কর্মীদের নাম থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন
শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত শ্রীপুরে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)