

বুধবার ● ২৬ আগস্ট ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় আগুনে পুড়ে রেস্টুরেন্ট এর কারখানা ভস্মীভূত
পাইকগাছায় আগুনে পুড়ে রেস্টুরেন্ট এর কারখানা ভস্মীভূত
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় রেস্টুরেন্ট কারখানা আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার গদাইপুর বাজারে রিপন হোটেল এণ্ড রেস্টুরেন্ট এর ছাদে অবস্থিত গোলপাতার ঘরের কারখানায় আগুন লাগে। এ সময় হোটেলের মালিক আলভা নুর গাজী নিচ তলায় ঘুমাচ্ছিলো। আগুন দেখে ব্যবসায়ী ও এলাকার চিৎকার দিলে লোক জড়ো হয়। তারা ঘরের সার্টারে আঘাত করলে নুরের ঘুম ভেঙ্গে সার্টার খুলে দিলে লোকজন উপরে গিয়ে আগুন নেভায়। চুলার আগুনের কাঠে আগুন ধরে গোলপাতার তৈরি কারখানা পুড়েছে বলে ধারনা করা হয়েছে। হোটেলের মালিক আলতা নুর গাজী জানান, আগুনে পুড়ে চিনি, তেল, ময়দা আসবাব পত্র, ১০ হাজার টাকার মিস্টি নষ্ট হয়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। রাতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আগুন নেভাতে সহযোগিতা করে।