বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » সর্বশেষ » মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি নূরুল হক।
মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি নূরুল হক।

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় মায়ের কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হলেন কয়রা-পাইকগাছার সাবেক সংসদ আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটি ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। জানাযায় অংশ গ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, খুলনা জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বিএমএ সালাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোহাম্মাদ শহীদ উল্লাহ, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাওঃ আখম তমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সাবেক ছাত্রনেতা অসিত বরন বিশ্বাস, শেখ মোঃ আবু হানিফ, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, উপাধ্যক্ষ আফসার আলী, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রুহুল, এনামুল হক, রুহুলামিন বিশ্বাস, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, এসএম রেজাউল সরদার গোলাম মোস্তফা, আলহাজ্ব মুনসুর আলী গাজী, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, এমএম আজিজুল হাকিম, শেখ আবুল কালাম আজাদ প্রমুখ। জানাযার পূর্বে মরহুম এর কফিনে স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা আওয়ামীলীগ, জেলা ও উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, পাইকগাছা সরকারি কলেজ ও ফসিয়ার রহমান মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়।






পাইকগাছায় বাজার খোলা দূর্গা মন্দিরের কমিটি গঠন
২০২১ সালে সড়কে নিহত ৭৮০৯, আহত ৯০৩৯
কপোতাক্ষের ভাঙ্গনে পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে
পাইকগাছায় নবাগত ইউএনও মমতাজ বেগমের যোগদান
পাইকগাছায় ভাঙ্গা মাটির ঘরে তপন বিশ্বাসের মানবেতর জীবন যাপন
পাইকগাছায় আগুনে পুড়ে রেস্টুরেন্ট এর কারখানা ভস্মীভূত
পাইকগাছা মৎস আড়ৎ খুলে দেওয়ায় শত শত লোকের সমাগম, করোনা আতঙ্কে উপজেলাবাসী।
আশাশুনির কোলায় খোলপেটুয়া নদীর পাউবো’র বেড়ীবাঁধ আবারও ভেঙ্গে ৪ গ্রাম প্লাবিত, কর্তৃপক্ষ ছাড়াই বাঁধ রক্ষায় কাজ চলছে স্বেচ্ছাশ্রমে
আশাশুনির কুড়িকাহুনিয়ায় পাউবো’র ভেড়ীবাঁধ ভেঙ্গে তিন গ্রাম প্লাবিত 