শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

SW News24
রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » উপকূল » মোংলায় সুন্দরবন দিবসে বন রক্ষায় শপথ নিয়েছেন বনজীবি-মৎস্যজীবিরা
প্রথম পাতা » উপকূল » মোংলায় সুন্দরবন দিবসে বন রক্ষায় শপথ নিয়েছেন বনজীবি-মৎস্যজীবিরা
৪৮২ বার পঠিত
রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলায় সুন্দরবন দিবসে বন রক্ষায় শপথ নিয়েছেন বনজীবি-মৎস্যজীবিরা

---



মোঃএরশাদ হোসেন রনি, মোংলা

মোংলায় সুন্দরবন সুরক্ষায় শপথ নিয়েছেন বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠি বনজীবি-মৎস্যজীবি-জেলে-বাওয়ালী ও মৌয়ালীরা। ১৪ ফেব্রুয়ারি রবিবার সকালে সুন্দরবন দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, ওয়াইল্ডটিম, বাদাবন সংঘ, সুন্দরবন জাদুঘর ও পশুর রিভার ওয়াটারকিপার আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বনজীবিদের শপথ বাক্য পাঠ করান এবং সুন্দরবন দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।


উদ্ধোধনী অনুষ্ঠানে কমলেশ মজুমদার বলেন সুন্দরবন বাংলাদেশের অহংকার।বিশ্বের ভিতর যে সকল ঐতিহ্যবাহী স্হান রয়েছে তার ভিতর সুন্দরবন অন্যতম। তাই নিজেদের ব্যাক্তিগত স্বার্থের কারনে সুন্দরবনের সৌন্দর্য নষ্ট না করতে সকলে আহবান জানান।বিশ দিয়ে মাছ নিধন ও সুন্দরবনের গাছ না কাটার জন্য সকলকে আহবান জানান।আর যারা এ সমস্ত কাজ করেন তাদেরকে আইনের হাতে তুলে দেয়ার জন্য সকলে অনুরোধ করেন।



 সুন্দরবন দিবসে অন্যান্য কর্মসুচির মধ্যে ছিলো বিপদাপন্ন সুন্দরবন রক্ষায় র‍্যালী, মানববন্ধন, শিশু চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে সুন্দরবন সুরক্ষায় র‍্যালী বের হয়ে চৌধুরী মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।  এসময় উপস্থিত ছিলেন বাপা নেতা মোঃ নূর আলম শেখ, বাদাবন সংঘের নির্বাহি পরিচালক লিপি রহমান, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার, ডলফিন সংরক্ষণ দলনেতা ইস্রাফিল বয়াতি, ওয়াইল্ড টিমের মোঃ সাইফুল হোসেন, ভিলেজ টাইগার রেসপন্স টিমের আব্দুল মালেক হাওলাদার, মৌয়াল ষ্টিফেন হালদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, নারীনেত্রী গীতা হালদার, কমলা সরকার প্রমূখ। সকাল ১১টায় বিপদাপন্ন সুন্দরবন রক্ষায় সুন্দরবন প্রেমীরা মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা সুন্দরবন  বাঁচাও, উপকুল বাঁচাও, দেশ বাচাও, সুন্দরবন  বাঁচলে, বাঘ বাঁচবে, সুন্দরবনে   পরিকল্পিত অগ্নিকান্ড বন্ধ কর, সুন্দরবনের  খালে বিষ দিয়ে মাছ নিধন বন্ধ কর, বাঘ-হরিণসহ বন্যপ্রানী হত্যা বন্ধ কর, সুন্দরবনে  শিল্প দূষণ, প্লাস্টিক দূষণ, জাহাজী বর্জ্য দূষণ বন্ধ কর ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লাকার্ড-ফেস্টুন বহন করেন।এছাড়া বিকেল ৪টায় মোংলার পৌর কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে সুন্দরবনের  প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা এবং বিশ্ব  ঐতিহ্য সুন্দরবনচ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। বিকেল ৫টায় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে সুন্দরবন , বাংলাদেশ ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি ফ্রান্সিস সুদান হালদার, সুন্দরবন জাদুঘরের পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস, বাদাবন সংঘথর নির্বাহি পরিচালক লিপি রহমান। সুন্দরবন দিবসের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করবেন প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস ও শারমিন। সুন্দরবন দিবস উপলক্ষে অন্যান্য কর্মসুচির মধ্যে থাকবে ডকুমেন্টারি এবং পোস্টার প্রদর্শনী এবং সুন্দরবনের প্রাণ-প্রকৃতি বিভিন্ন নিদর্শন উপস্থাপন।





উপকূল এর আরও খবর

উপকূলের সংকট নিরসনে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান উপকূলের সংকট নিরসনে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ;মাছধরা বন্ধ দুবলারচরে হাজার হাজার জেলে অলস সময় পার করছেন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ;মাছধরা বন্ধ দুবলারচরে হাজার হাজার জেলে অলস সময় পার করছেন
পাইকগাছায় উপকূল দিবস পালিত পাইকগাছায় উপকূল দিবস পালিত
১২ নভেম্বর উপকূল দিবস ঘোষিত হোক ১২ নভেম্বর উপকূল দিবস ঘোষিত হোক
উপকূলের সংকট নিরসনে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন উপকূলের সংকট নিরসনে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন
বঙ্গোপসাগরে মাছ আহরণে জন্য পাইকগাছার জেলে পল্লীতে ট্রলার তৈরির ধুম বঙ্গোপসাগরে মাছ আহরণে জন্য পাইকগাছার জেলে পল্লীতে ট্রলার তৈরির ধুম
পাইকগাছা শিবসা নদীর চরে আড়াই মন ওজনের শুশুক উদ্ধার পাইকগাছা শিবসা নদীর চরে আড়াই মন ওজনের শুশুক উদ্ধার
উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী
জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন বেলজিয়ামের রানি জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার উপকূলীয় এলাকা পরিদর্শন করলেন বেলজিয়ামের রানি
শ্যামনগরে উপকূল দিবসে উপকূলের মানুষের বাঁচার দাবী শ্যামনগরে উপকূল দিবসে উপকূলের মানুষের বাঁচার দাবী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)