শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ন ১৪৩০

SW News24
রবিবার ● ১২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » উপকূল » পাইকগাছায় উপকূল দিবস পালিত
প্রথম পাতা » উপকূল » পাইকগাছায় উপকূল দিবস পালিত
১১৩ বার পঠিত
রবিবার ● ১২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় উপকূল দিবস পালিত

---

উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবিতে পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি এর আযোজনে  রবিবার  সকাল ১১ টায় নতুন বাজার চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনবিবি এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেনে, উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়।

বিশেষ অতিথি ছিলেন, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা  জি এম বাবলুর রহমান, নতুন বাজার ব্যবসাহী সমবায় সমিতির সভাপতি অশোক ঘোষ. কাটিপাড়া মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক শিব শংকর রায়, সাবেক ব্যাংকার প্রজিৎ রায়, সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক রোজী সিদ্দিকী, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, এস ডব্রিউ নিউজ ২৪ ডটকম এর নির্বাহী সম্পাদক গাজী মো: আব্দুল আলীম। আলোচনা সভায় বক্তৃতা করেন, সাবেক ইউপি সদস্য হায়দার আলী, রাবেয়া আক্তার মলি,অর্থী সরকার, দিপান্বীতা অধিকারী, লতিফা আক্তার তামান্না, লাবিবা আক্তার লোচমি, লিনজা আক্তার মিথিলা, পুষ্পিতা শীল জ্যতি, গৌতম ভদ্র, শাহিনুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে উপকূল লন্ডভন্ড করে দেয়। এই ঘূর্ণিঝড় গোটা বিশ্বকে কাপিয়ে দিয়েছিল। উপকূল দিবস সরকারি ভাবে পালন করলে উপকূলের সুরক্ষা, উপকূলের সংকট, সম্ভাবনা, বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানের বক্তারা আরো বলেন, ৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও নিহতদের স্মরণে বছরে অন্তত একটি বার সবাই মিলে আলোচনা করার জন্য উপকূলবাসীর পক্ষ থেকে ১২ নভেম্বরকে সরকারী ভাবে উপকূল দিবস ঘোষণার দাবী জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)