মঙ্গলবার ● ১৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
ডুমুরিয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
ডুমুরিয়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
ডুমুুরিয়া (খুলনা) প্রতিনিধি ॥ শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল সকালে ডুমুরিয়া মহাবিদ্যালয়ের আয়েজনে র্যালী ও উপজেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালীটি কলেজ থেকে বের হয়ে নব-নির্মিত স্বাধীনতা চত্তরে পুষ্প অর্পন শেষে কলেজ চত্তরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসনেয়ারা খানমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ও মুখ্য আলোচক ছিলেন ড. দিব্যদূত সরকার। বক্তব্য রাখেন অধ্যাপক রঞ্জন কুমার তরফদার, দেব নারায়ন পাল, নুরুল ইসলাম খান, মঞ্জুরুল আলম মুকুল সহ প্রমুখ। অপর দিকে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে দলীয় কার্যলয়ে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার প্রমুখ।