বুধবার ● ২৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » মুক্তমত » পিটিআই ইন্সট্রাক্টর: সঙ্কট কাটাতে উদ্যোগ প্রয়োজন
পিটিআই ইন্সট্রাক্টর: সঙ্কট কাটাতে উদ্যোগ প্রয়োজন
পিটিআই এর মাধ্যমে এখনও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির আয়োজন প্রশংসনীয় উদ্যোগ বলে আমরা জানি। পিটিআই ইন্সট্রাক্টরদের মাধ্যমে এ প্রশিক্ষণ পদান করা হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষায় আমাদের অর্জন বিশ্বকে দেখানোর মতো। কিন্তু যখন শুনি নিয়োগ জটিলতার কারণে শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয় তখনই মনটা খারাপ হয়। শিক্ষা গবেষক ও কলাম লেখক শাহাদাত আনসারী তাঁর এক লেখায় বলেন-“লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে বিপিএসসি ২৮ অক্টোবর, ২০২০ বিজ্ঞপ্তির মাধ্যমে পিটিআই ইন্সট্রাক্টরদের চূড়ান্ত সুপারিশ করলেও দীর্ঘ ১১ মাস ধরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখনও গেজেট প্রকাশ করতে পারছেন না।” শেষ পর্যায়ে এসে যদি নিয়োগ ও পদায়ন দেরি হয় তবে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তাই জাতির বৃহত্তর স্বার্থে সুপারিশপ্রাপ্ত পিটিআই ইন্সট্রাক্টরদের নিয়োগের মাধ্যমে পদায়ন করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব মনোভাবকে গতিশীল করতে হবে।
মিঠুন খান
শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়।