বৃহস্পতিবার ● ৩০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছা মালোপাড়ায় কপোতক্ষ নদ সংলগ্ন দূর্গাপূজা মন্দিরটি এলাকায় সাড়া ফেলেছে
পাইকগাছা মালোপাড়ায় কপোতক্ষ নদ সংলগ্ন দূর্গাপূজা মন্দিরটি এলাকায় সাড়া ফেলেছে
এস ডব্লিউ নিউজ:
পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার কপোতক্ষ নদ সংলগ্ন মন্দিরের দূর্গা পূজা এলাকায় সাড়া ফেলেছে। মন্দিরটি এক মনোরম পরিবেশে অবস্থিত। সামনে দিয়ে কপোতক্ষ নদ বহমান। পাশে নদের উপর কপোতক্ষ ব্রীজ। তার পাশে বীজ উৎপাদন খামার। চারিদিকে খোলামেলা দৃশ্য। নদের কলকল ¯্রােতের শব্দ, জেলেদের জাল পেতে মাছ ধরা আর নদে ছুটে চলা নৌযান এ যেন এক অপরুপ দৃশ্য। মন্দিরসহ এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। সবকিছু মিলে এ যেন এক নৈসর্গিক দৃশ্য। 
এ বছরই প্রথম দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং মন্দিরের নির্মান কাজ চলমান রয়েছে। মন্দির থেকে ১০/১২ ফুট দুরে কপোতক্ষ নদ। পাশে গাছপালা আর পাখির কলোরবে সবসময় মুখরিত হচ্ছে। এ ব্যাপারে মন্দির প্রতিষ্ঠাতা হিতামপুর গ্রামের লালু বিশ্বাস বলেন, নিজ উদ্যোগে মন্দির নির্মানসহ এ বছরই প্রথম দূর্গা পূজা অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে কেউ স্বেচ্ছায় দান করলে সেটি তিনি গ্রহণ করছেন। তিনি আরও জানান, জেলে পাড়াটি কপোতক্ষ নদের ভাঙ্গন এলাকা। পাশে নদের ভাঙ্গন অব্যাহত রয়েছে। ভাঙ্গন রোধে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন। উল্লেখ্য উপজেলার ১৪৯টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। ১১ অক্টোবর দূর্গাপূজা শুরু ও ১৫ অক্টোবর মহা বিজয় দশমির মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।






থিয়েটার ইউনিট মাগুরার ৩১ তম বর্ষে পর্দাপন
মাগুরায় সুবিধাবঞ্চিত কন্যা শিশুদের গ্রামীণ ক্রীড়া উৎসব
মাগুরায় শীতে ফুটপাতের পিঠার দোকানগুলো জমজমাট
পাইকগাছায় আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন
মাগুরায় প্রার্থনা আর শান্তির সম্প্রীতি মহামিলনে বড় দিন উদযাপন
মাগুরায় পল্লীকবি জসীম উদদীনের কবর কবিতার শতবর্ষ উদযাপন
পাইকগাছায় তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভলিবল খেলা অনুষ্ঠিত
মাগুরা লোক সংস্কৃতি কেন্দ্রের শিল্পী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা
“দেলুপি” মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি পাইকগাছায় কালের স্বাক্ষী হয়ে থাকবে -সংশ্লিষ্টদের অভিমত
শ্রীপুরে সাধু-গুরু-বৈষ্ণব সেবা ও মহাসম্মেলন 