সোমবার ● ১১ অক্টোবর ২০২১
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মহাসপ্তমী পূজায় পাইকগাছায় ভারতীয় সহকারী হাই কমিশন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করবেন
মহাসপ্তমী পূজায় পাইকগাছায় ভারতীয় সহকারী হাই কমিশন বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করবেন
এস ডব্লিউ নিউজ: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১২ অক্টোবর মহা সপ্তমী পূজার দিনে ভারতীয় সহকারী হাই কমিশন রাজেশ কুমার রায়না পাইকগাছার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করবেন বলে জানাগেছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর আমন্ত্রণে তিনি এসব পূজা মন্ডপ দর্শন করবেন বলে জানা গেছে।। সহকারী হাই কমিশন বেলা ১১ টার দিকে উপজেলার সিংহদ্বার কাশিমনগরে পৌছালে পুজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানাবেন। এর পর রাজেশ রায়না কপিলমুনি মিলন মন্দির ( কালীবাড়ী) নাছিরপুর পুজা মন্দির, রাড়ুলীতে জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র ( পিসি রায়) এর বাড়ীর পুজা মন্ডপ, পাইকগাছা কেন্দ্রীয় পূজা মন্দির ( সরল কালী বাড়ী) বাজার পূজা মন্দির সহ সোলাদান ইউপির চৌরাস্তা সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।