

বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় আর আর এফ এর ফ্রী স্বাস্থ ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছায় আর আর এফ এর ফ্রী স্বাস্থ ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি ; পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায় মা, শিশু ও হৃদরোগ বিষয়ক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গদাইপুরস্থ সংস্থার কার্যালয়ে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের উদ্বোধন করেন আর আর এফ এর খুলনা জোনের চুকনগর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃমুশফিকুর রহমান। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন বিশেষজ্ঞ ডাঃ তানজিমা তাবাসুম চায়না ও ,পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডা: জিএম ফরহাদুজ্জামান। এ সময় ১৬২ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মনি শংকর মন্ডল, শেখ আরিফুর রহমান, প্রকল্প সমন্বয়ক তাপস সাধু, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার ও নাজিরুন আক্তার।