শুক্রবার ● ১ জুলাই ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় রথযাত্রায় মাঙ্গলিক শোভাযাত্রা
পাইকগাছায় রথযাত্রায় মাঙ্গলিক শোভাযাত্রা
পাইকগাছায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্টিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার দিনভোর নানা কর্মসূচি পালিত হয়ে। কর্মসুচির মধ্যে ছিলো বনার্ঢ্য শোভাযাত্রা, পূজা অর্চনা, ধর্মীয় আলোচনাসভা, প্রসাদ বিতরণসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচি। দুপুরে পৌর বাতিখালি মন্দির থেকে শ্রী শ্রী জগন্নাথদেবের রথের মাঙ্গলিক শোভাযাত্রা বাজার মন্দির প্রদিক্ষণ করে। জানাগেছে, উপজেলার পৌরসভা, কপিলমুনি, হরিঢালী, রাড়ুলী,,গদাইপুর, লস্কর, সোলাদানা, লতা, হরিঢালী ও চাদখালী ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটি ও ধর্মীয় সংগঠন রথযাত্রা উপলক্ষে এসব কর্মসূচি পালন করেন। এসব কর্মসূচিতে ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তারা যোগদান করেন।